বিভিন্ন দূতাবাসে ধরনার পর এবার বাংলাদেশে সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেলে ব্যাশেলের সঙ্গে সাক্ষাৎ করল বিএনপির একটি প্রতিনিধিদল। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে পুরোনো নানা অভিযোগ নিয়েই হাজির হন নেতারা। চার দিনের সফরের শেষ দিন একমাত্র রাজনৈতিক দল হিসেবে জাতিসংঘের সর্বোচ্চ মানবাধিকার কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করে বিএনপি।

ছবি: সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ।
ছবি: সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ।


মাঠের রাজনীতিতে সক্ষমতার ঘাটতি থাকলেও বিভিন্ন বিদেশি দূতাবাসে অভিযোগের ক্ষেত্রে সরব রয়েছে বিএনপি। গত কয়েক মাসে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জার্মানিসহ প্রভাবশালী বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির নেতারা। তাদের কাছে বাংলাদেশের আসন্ন নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে নানা উদ্বেগের কথা তুলে ধরে দলটি।

এবার বাংলাদেশের সফররত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেলে ব্যাশেলের সঙ্গে রাজধানীর পাঁচ তারকা হোটেলে সাক্ষাৎ করে বিএনপির একটি প্রতিনিধি দল। একমাত্র রাজনৈতিক দল হিসেবে বিএনপির সঙ্গে জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তার এই সাক্ষাতের খবর পেয়ে গণমাধ্যমকর্মীদের উপস্থিতি বৈঠকস্থলে।

এদিনও পুরোনো অভিযোগ নিয়েই হাজির বিএনপি। বৈঠক শেষে বেরিয়ে এসে দলটির প্রতিনিধিরা জানান, গুম ও বিচারবহির্ভূত হত্যা, গণমাধ্যম ও আন্তর্জাতিক মহলে আলোচিত বিষয়গুলেই তুলে ধরা হয়েছে।

দলটির মানবাধিকারবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ সাংবাদিকদের বলেন, ‘মূলত মানবাধিকার বিষয়গুলো নিয়েই আলোচনা হয়েছে। ইলিয়াস আলীকে কীভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে, অন্য মানুষদের গুম হওয়ার বিষয়গুলো তো সাধারণ। এসব বিষয়েই উদ্বেগ প্রকাশ করা হয়েছে।’

তবে বিএনপির অভিযোগের কোনো প্রত্যুত্তর দেননি জাতিসংঘের হাইকমিশনার। জাতিসংঘ ও বিএনপি দুই পক্ষের আগ্রহেই এ বৈঠক হয় বলে জানান বিএনপি নেতারা।

Post a Comment