উত্তরপ্রদেশে আবারও ক্ষমতায় আসছে বিজেপি— এমন দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিধানসভার দ্বিতীয় দফার ভোটের প্রচারণার শেষদিন শনিবার রাজ্যটিতে এক সমাবেশে যোগ দিয়ে এ দাবি করেন তিনি। সোমবার ৫৫টি আসনে ভোট হবে রাজ্যটিতে।

উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট সোমবার। শনিবার (১২ ফেব্রুয়ারি) ছিল প্রচারণার শেষদিন। এদিন বেশ কয়েকটি সভায় যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথম দফার ভোটের পরই বিজেপিই আবারও রাজ্যের ক্ষমতায় আসছে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে সম্প্রদায় বা জাতির ভিত্তিতে ভোট ভাগ না করার আহ্বান জানান মোদি।
তিনি বলেন, এদিন প্রচারণা চালান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। বসে নেই সমাজবাদী পার্টির নেতা অখিলেস যাদব। প্রচারণার শেষ দিন বেশ কয়েকটি আসনে সমাবেশ করেন তিনি।
সোমবার দ্বিতীয় দফার ভোট হবে রাজ্যটিতে। এদিন ৫৫টি আসনে লড়বেন ৫৮৬ প্রার্থী। এর আগে ২০১৭ সালের নির্বাচনে এই আসনগুলোর মধ্যে ৪০টিতে জয়ী হয়েছিল বিজেপি। আর সমাজবাদী পার্টি পেয়েছিল ১৩টি আসন।
রাজ্যটিতে সাত দফায় হচ্ছে এবারের বিধানসভার ভোটগ্রহণ। ফলাফল প্রকাশ হবে আগামী ১০ মার্চ।
Post a Comment