রাজধানীর যাত্রাবাড়ী সাদ্দাম মার্কেটের সামনে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৬ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পরে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রুহুল আমিনের (৬০) মৃত্যু হয়।
নিহত রুহুল আমিনের বাড়ি কিশোরগঞ্জ ইটনা উপজেলার নয়ানগর গ্রামে। পরিবার নিয়ে নারায়ণগঞ্জের সাইনবোর্ড গিরিধারায় থাকতেন। পেশায় রাজমিস্ত্রী সহযোগী হিসেবে কাজ করতেন তিনি।
নিহতের ছেলে মো. হুমায়ুন জানান, তারা বাবা রাজধানীর শনির আখড়ায় কাজ করতেন। প্রতিদিনের মত আজ ভোরে বাসা থেকে একাই বের হন কাজে যাওয়ার উদ্দেশ্যে। কিছুক্ষণ পর শুনতে পান তিনি সাদ্দাম মার্কেটের সামনে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। পরে হাসপাতালে গিয়ে তাকে দেখতে পান।
হুমায়ুন আরও জানান, পথচারীরাই তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে মৃত্যু হয় তার। তবে, কোন গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে তা জানতে পারেননি স্বজনরা।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। তবে, ঘটনাটি যাত্রাবাড়ী না কদমতলী থানায় পড়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। থানা পুলিশকেও ঘটনাটি জানানো হয়েছে।
Post a Comment