মার্কিন বিমান তৈরি প্রতিষ্ঠান থেকে গোপন নকশা চুরির অভিযোগে এক চীনা গোয়েন্দা কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

গোপন নকশা চুরির অভিযোগে ধরা পড়ল চীনা গোয়েন্দা

শু ইয়ানজুন নামের ওই কর্মকর্তার বিরুদ্ধে অর্থ ও বিমান তৈরির গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের নকশা চুরির অভিযোগ আনে মার্কিন বিচার বিভাগ।

অভিযোগ প্রমাণ হওয়ায় দোষী সাব্যস্ত করা হয় তাকে। এ ঘটনায় ওই কর্মকর্তার ৬০ বছরের জেল হতে পারে। এমনকি গুণতে হবে বিপুল অর্থ। এ সিদ্ধান্তের বিষয়ে এখনও মন্তব্য করেনি চীনা কর্তৃপক্ষ। তবে আগেই এ অভিযোগটি ভিত্তিহীন দাবি করেছিল বেইজিং।

এদিকে এ আগে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে সিঙ্গাপুরে পাঠানোর অভিযোগ উঠে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমির বিরুদ্ধে। ইউরোপের দেশ লিথুয়ানিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ অভিযোগ করেছে। চীনা ফোন ফেলে দেওয়ারও আহ্বান জানান দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী।

 
শাওমি কর্তৃপক্ষ জানিয়েছে, শাওমির ডিভাইসগুলো তার ব্যবহারকারীদের কাছে এবং তার থেকে যোগাযোগকে কোনোভাবেই সেন্সর করে না। শাওমি তার স্মার্টফোন ব্যবহারকারীদের ব্যক্তিগত আচরণ যেমন, সার্চ, কলিং, ওয়েব ব্রাউজিং অথবা তৃতীয় পক্ষের যোগাযোগ সফটওয়্যার ব্যবহারকে কখনোই সীমাবদ্ধ বা বন্ধ করেনি এবং করবেও না। শাওমি তার সব ব্যবহারকারীর আইনগত অধিকারকে সম্পূর্ণভাবে সম্মান করে ও রক্ষা করে চলে।

তবে লিথুয়ানিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী মার্গিরিস বলেছেন, আমরা নতুন আর কোনো চীনা ফোন না কেনা এবং যারা কিনেছেন, তাদের ফোনগুলো যত দ্রুত সম্ভব ফেলে দেওয়ার পরামর্শ দিচ্ছি।

Post a Comment