আমন ধান কাটার মহোৎসব চলছে মুন্সিগঞ্জের সিরাজদিখানে। নতুন ধানকে ঘিরে এখন ঘরে ঘরে চলছে নবান্ন উৎসব। এবার আমনের বাম্পার ফলনে খুশি কৃষকরা।

হেমন্তের শিশিরে ভিজে থাকা ধান কাটতে ভোর থেকেই ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। সোনালী ধান কাটা নিয়ে চারদিকে এমন কর্মযজ্ঞ চলছে। ধান কেটে মাড়াই করা হচ্ছে কলে এবং নতুন এই ধান নিয়ে ঘরে ঘরে চলছে নবান্ন উৎসব।
এ দিকে বাড়ির উঠানে গানে গানে ধান নিয়ে ব্যস্ত সময় পার করছেন কিষানিরা। ঢেঁকিতে করেই পিঠার গুঁড়ি তৈরি করা হচ্ছে। যেন পিঠাপুলির হিড়িক পড়ে গেছে।
প্রতি মণ ধানের উৎপাদন খরচ ৫০০ টাকা। কৃষকরা কাঁচা ধান বিক্রি করতে পারছেন ৯৫০ টাকায়। উন্নতমানের বীজ এবং আবহাওয়া অনুকূল থাকায় এবার ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষক দামও ভালো পাচ্ছে।
তারা বলেছেন, এ বছর বন্যার মতো দুর্যোগ দেখা না দেওয়ার কারণে বেশ ভালো ধান হয়েছে। সেই সঙ্গে পোকামাকড় না হওয়ার কারণে এবার আমনের বাম্পার ফলন হয়েছে। এ বছর ধানের দামও ভালো, তাই আশা করা যায় লাভবান হব।
মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়জুল ইসলাম বলেছেন, পতিত অবস্থায় যেসব জমিগুলো রয়েছে সেগুলোয় আমন ধান রোপণ করা হয়েছে উৎপাদন বাড়ানোর জন্য।
এ বছর হেক্টর প্রতি ধানের গড় উৎপাদন হয়েছে প্রায় ৪ মেট্রিক টন।
Post a Comment