পুলিশের ইউনিফর্ম, আইডি কার্ড, ওয়াটকি, পিস্তল সবকিছুই ছিল শামীম রেজার। আর এভাবে ভুয়া পুলিশ সেজে তিন বছর ধরে ডাকাতি, ছিনতাই ও মাদক ব্যবসা করে আসছিলো সে। রেজাসহ চক্রের ছয় সদস্যকে সাভার থেকে গ্রেপ্তার করেছে র্যাব।

শুক্রবার (২৯ অক্টোবর) রাজধানীর কাওরান বাজারে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, পুলিশের ইউনিফর্ম সরবরাহে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কেউ জড়িত কি-না তাও খতিয়ে দেখছে সংস্থাটি।
সংবাদ সম্মেলনে র্যাব-৪ এর অধিনায়ক মোজাম্মেল হক জানান, পুলিশের এই পোশাক পরিচ্ছদ ব্যবহার করে আসছিল অপরাধ চক্রের সদস্যরা। সাভারে দীর্ঘদিন ধরেই মাদক কারবারি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবিজসহ নানা অপরাধ করে আসছিল তারা। এদের নেতৃত্বে ছিল ভুয়া পুলিশ কর্মকর্তা শামীম রেজা। নিজেকে বাহিনীর উপ-পরিদর্শক পরিচয় দিয়ে ত্রাস চালিয়ে আসছিল সে।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সাভারের রাজাশন এলাকায় অভিযান চালায় র্যাব। ডাকাতির প্রস্তুতিকালে রেজাসহ ছয় জনকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় পিস্তল, দেশি অস্ত্র, ফেনসিডিল, মদ-গাঁজা ও পুলিশের ইউনিফর্ম।
সংবাদ সম্মেলনে র্যাব জানায় চক্রটি রাতে মহাসড়কে পুলিশ পরিচয় দিয়ে ছিনতাইও করতো। আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর ব্যবহৃত জিনিসপত্র তাদের হাতে কীভাবে গেলো, তাও খতিয়ে দেখছে র্যাব।
সাধারণ মানুষকে মিথ্যা মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজিও করতো চক্রটি। মোজাম্মেল হক জানান, তাদের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও প্রতারণার একাধিক মামলা রয়েছে।
Post a Comment