বাগেরহাটের কচুয়ায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় গোবিন্দ লাল দেবনাথ (৫০) নামে এক গৃহশিক্ষক নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেলের চালকসহ দু’জন আহত হন।

বাগেরহাটে বাইসাইকেলে মোটরসাইকেলের ধাক্কা, গৃহশিক্ষক নিহত

শুক্রবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে সাইনবোর্ড-কচুয়া সড়কে কচুয়াগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাইকেলে থাকা ওই শিক্ষককে ধাক্কা দেয়। এতে শিক্ষক গোবিন্দ লাল দেবনাথ ঘটনাস্থলেই মারা যান।

এদিকে, মোটরসাইকেল আরোহী মান্না শেখ (১৮) ও আকাশ (১৮) গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্থানীয়রা। কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

নিহত গোবিন্দ লাল দেবনাথ কচুয়া উপজেলার আড়িয়ামর্দন গ্রামের দেবেন্দ্র কুমার দেবনাথের ছেলে। প্রাইভেট টিউশনি করেই জীবিকা নির্বাহ করতেন তিনি। গৃহশিক্ষক হিসেবে এলাকায় সুনাম ছিল তার। আহতদের বাড়ি কচুয়া উপজেলার হাজড়াপাড়া।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে ওই মোটরসাইকেল বাইসাইকেলে ধাক্কা দিয়ে রাস্তার খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে গোবিন্দ লাল দেবনাথ নিহত হন।

এসময় মোটরসাইকেল আরোহীরাও গুরুতর আহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার, মোটরসাইকেল ও বাইসাইকেল জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Post a Comment