উইন্ডিজের বিপক্ষে মাঠে নামার আগে স্বস্তি কেবল একটাই। সেটা দিচ্ছে পরিসংখ্যান। ক্যারিবিয়ানদের বিপক্ষে এটাই পুঁজি করে মাঠে নামতে চায় বাংলাদেশ। ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও যা জানিয়েছেন নুরুল হাসান সোহান।

ছবি: সংগৃহীত
টি-২০ ফরম্যাটে এখনো নিজেদের ভিত মজবুত করতে পারেনি বাংলাদেশ। সম্প্রতি দেশে দুটি সিরিজ জিতলেও চলমান টি-২০ বিশ্বকাপে এ ফরম্যাটে নিজেদের সামর্থ্য কতটুকু তা প্রকাশ পেয়েছে খুব বাজেভাবে।
বিশ্বকাপে আরও তিনটি ম্যাচ বাকি বাংলাদেশের। কিন্তু দল নিয়ে আশাবাদী এমন মানুষ পাওয়া দুষ্কর। সেমিফাইনাল স্বপ্নটা যে এখন দুঃস্বপ্নে পরিণত হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।
শারজায় উইন্ডিজের বিপক্ষে হারলেই নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের বিদায়। চারদিকের নানা সমালোচনায় বিদ্ধ ক্রিকেটাররা। আত্মবিশ্বাস ঠেকেছে তলানিতে। তবে উইন্ডিজের বিপক্ষে মাঠে নামার আগে অন্তত একটা বিষয় কিছুটা স্বস্তি দেবে। আর তা হলো ক্যারিবিয়ানদের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যান।
আইসিসি পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে টি-২০'তে শুধু জিম্বাবুয়ের বিপক্ষেই হার-জিতের পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ। এরপরই আছে উইন্ডিজ। টি-২০'র বিস্ফোরক সব ব্যাটসম্যান নিয়ে সাজানো দলটার বিপক্ষে পরিসংখ্যান কিছুটা হলেও আশা দেখাবে সমর্থকদের।
এখন পর্যন্ত টি-২০'তে উইন্ডিজের বিপক্ষে ১২ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যার মধ্যে ৫টিতে এসেছে জয়। আর ক্যারিবিয়ানরা জিতেছে ৬টিতে। একটা ম্যাচ হয়েছে পরিত্যক্ত। গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে এই সংখ্যাগুলো কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে দলকে।
টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের সুখস্মৃতি একটাই। ১৪ বছর আগে প্রথম আসরে উইন্ডিজকে হারিয়েছিল সাকিব-মুশফিকরা। দলের এমন ক্রান্তিলগ্নে প্রতিপক্ষ হিসেবে সামনে সেই উইন্ডিজ। জয়ের অভ্যাস আছে এমন একটা দলের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে হারের বৃত্ত ভাঙুক বাংলাদেশ এটাই তো সবার চাওয়া।
Post a Comment