ধনী দেশগুলোকে তুলনামূলক গরিব দেশগুলোর সঙ্গে ভ্যাকসিন ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানালেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

ধনী দেশগুলোর প্রতি যে আহ্বান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের

উইদোদো বলেন, এমন হওয়া উচিত না যে, কিছু দেশ সব ভ্যাকসিন পাবে আর বাকি দেশগুলো অনেক কম পাবে। জি-২০ এবং কপ-২৬ সম্মেলনে অন্যান্য বিশ্বনেতাদের সঙ্গে যোগদানের আগে তিনি এসব কথা বলেন। ইন্দোনেশিয়া কোভিড মহামারিতে ভয়াবহভাবে আক্রান্ত দেশগুলোর একটি।  

বিশ্বের পিছিয়ে পড়া দেশগুলোর জন্য মহামারিকালে ভ্যাকসিনের ন্যায্যতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্য প্রেসিডেন্ট উইদোদো বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাসাদ থেকে দেওয়া ভার্চুয়াল সাক্ষাৎকারে তিনি আরও বলেন, সবাই সাহায্য করেছে তবে আমার মতে এটা অপ্রতুল। 

মহামারির কারণে গত দুই দশকের মধ্যে প্রথমবারের মতো জিডিপি কমেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতির দেশ ইন্দোনেশিয়ার। আর এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্যই নতুন পদক্ষেপ নিচ্ছে দেশটি। 
 
এদিকে দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার পর্যটন খাত বালি ও রিয়াউ দ্বীপপুঞ্জের বাতাম এবং বিনতানে পর্যটকদের জন্য তাদের দুয়ার খুলে দিয়েছে। 

দেশটির অর্থনীতির চাকা সচল করতে ১৪ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে বালি ও রিয়াউ দ্বীপপুঞ্জকে দেশি ও বিদেশি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়।  

গত বছর বাতাম ও বিনতানে বিদেশি পর্যটক সংখ্যা ৮৬ শতাংশ হ্রাস পায়। এতে পর্যটনশিল্পের ওপর বেঁচে থাকা মানুষ দুর্দশায় পড়ে। তাই এসব এলাকা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Post a Comment