এ বছর ইতালি ও ইউরোপজুড়ে আমের ব্যাপক সরবরাহ হয়েছে।

ইতালির দক্ষিণাঞ্চল ও স্পেন থেকে আসা এই আম উঠেছে বাংলাদেশি দোকানগুলোতেও। দামে সস্তা আকারে বড় সুস্বাদু আমের জন্য স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও ভিড় করছেন দোকানগুলোতে।
মধুমাস জৈষ্ঠ্যতে বাঙালির ঘরে ঘরে মৌসুমি ফল আম খাওয়ার উৎসব চলে। প্রবাসেও বাংলাদেশিরা ফলের রাজা আমের স্বাদ নিতে ভুলে না। চলতি বছরের জুলাই থেকে ইতালি ও ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশি দোকানগুলোতে ফজলি আমের ব্যাপক সরবরাহ শুরু হয়। গত কয়েক বছর ধরে বাণিজ্যিকভাবে আমের চাষ শুরু করে ইতালির দক্ষিণাঞ্চলীয় সিসিলি দ্বীপ ও স্পেন। এই প্রথম সেখানকার আমের সরবরাহও শুরু হয়েছে।
আমের খুচরা মূল্য কেজিতে ২০০ থেকে ২৫০ টাকা হলেও সাধারণ মানুষকে তা কিনতে হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকা প্রতি কেজি দরে। অক্টোবরের শেষে এসেও আমের সরবরাহের কোনো কমতি নেই বাজারে। তুলনামূলক সস্তা ও মানসম্মত হওয়ায় প্রবাসে বসে দেশের মতোই আম উৎসবে মেতেছেন প্রবাসী বাংলাদেশিরা।
একসময় দেশীয় আম সংগ্রহ করতে দোকানিদের দীর্ঘদিন অপেক্ষা করতে হতো। তবে এখন দোকানে দোকানে পৌঁছে যাচ্ছে রসাল বড় মাঝারি আকারের পাকা আম। দাম কম তাই বিক্রিও হচ্ছে ব্যাপক। এতে খুশি প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা।
সরবরাহ ভালো হওয়ায় আমের দাম আরও কমার আশা করছেন সাধারণ মানুষ।
Post a Comment