সামরিক অভ্যুত্থানের প্রতিবাদ করা আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে সুদানের নিরাপত্তা বাহিনী।

সুদানে আন্দোলনকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর হামলা

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়,  বৃহস্পতিবার সামরিক ক্ষমতা দখলের চতুর্থ দিনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত একজন আন্দোলনকারীর মৃত্যু হয়েছে।  খার্তুমে সৈন্যদের সঙ্গে ক্যুবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে এ সংঘর্ষ ঘটে। 

 
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের বিষয়টিকে গভীর উদ্বেগের বিষয় বলেছে। জাতিসংঘ দেশটির বিবদমান দু’পক্ষকে পূর্বশর্ত মেনে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন।  
 
জাতিসংঘেরর নিরাপত্তা পরিষদের এমন বক্তব্যের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, তার দেশ আন্দোলনকারীদের পাশে দাঁড়াবে। তিনি বলেন, সুদানের সামরিক সংস্থাগুলোর জন্য আমাদের বক্তব্য পরিষ্কার, তা হলো সুদানের মানুষকে অবশ্যই শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর সুযোগ দিতে হবে এবং গণমানুষের সরকার গঠন করতে হবে।
 
বিগত কয়েক দিনে সুদানে যা ঘটেছে তার দুঃখজনক, তবে যুক্তরাষ্ট্র সুদানের মানুষের শান্তিপূর্ণ এ প্রতিবাদে তাদের পাশে থাকবে। 

এদিকে আফ্রিকা অঞ্চলের দেশগুলোর জোট আফ্রিকান ইউনিয়ন সুদানের সদস্যপদ স্থগিত করেছে। স্থানীয় সময় বুধবার (২৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সামরিক অভ্যুত্থানের জেরে অশান্ত আফ্রিকার দেশ সুদান। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদোককে সেনাবাহিনী মুক্তি দিলেও বিক্ষোভ অব্যাহত আছে দেশটিতে।

চলমান পরিস্থিতি বিবেচনায় সুদানে নিজেদের সব ধরনের কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। এতে হুমকিতে পড়েছে দেশটির বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড।

এদিকে আফ্রিকা অঞ্চলের দেশগুলোর জোট আফ্রিকান ইউনিয়নও সুদানের সদস্যপদ স্থগিত করেছে। সংস্থাটি জানিয়েছে, দেশটিতে নির্বাচনকেন্দ্রিক একটি অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ পুনঃপ্রতিষ্ঠার আগ পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।

Post a Comment